ঢাকামঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সাত দিনের অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাবি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ০৮:০০ পিএম


loading/img
সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাসে ক্লাস ও পরীক্ষার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সাত দিনের জন্য অনলাইন শ্রেণি কার্যক্রমে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি মাসের ৬ তারিখে উপাচার্যের সভাকক্ষে ডিনস কমিটির এক সভায় রোজার মাসে অনলাইনে ক্লাস নেওয়ার এই সিদ্ধান্ত হয়। সভায় নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সশরীরে ক্লাস চলবে। পরে ১৪ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইনে ক্লাস করবেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম বলেন, আগামী ২০ মার্চের পর ঈদের ছুটি শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী বন্ধ থাকবে। সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেব। 

বিজ্ঞাপন

ঈদের পরে আগামী ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |